এই বইটি মুসলিমের জীবনে মৃত্যুকে একটি স্বাভাবিক ও ইতিবাচক পরিবর্তন
হিসেবে উপস্থাপন করে। মৃত্যুকে শুধু ভয় নয় বরং আল্লাহর সান্নিধ্যে যাওয়ার একটি সুন্দর যাত্রা হিসেবে দেখানো হয়েছে।
ইসলামী শিক্ষা ও কোরআন হাদিসের আলোকে মৃত্যু পরবর্তী জীবনের আশাবাদী দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে। মৃত্যুই শেষ নয় বরং এটি হলো অনন্ত জীবনের শুরু। আল্লাহর মেহেরবানীতে এ যাত্রা হবে শান্তিময়। যদি আমরা প্রস্তুত হই ঈমান ও নেক আমল নিয়ে। ভয় নয়, আত্মবিশ্বাস আর আশা নিয়ে এগিয়ে যাও। মৃত্যুই তো আমাদের প্রকৃত ঘরের পথ দেখায়। ইনশাআল্লাহ এই বই আপনাকে গভীরভাবে মৃত্যুকে বুঝতে ও স্বাগত জানাতে সাহায্য করবে। বইয়ে উল্লিখিত মৃত্যুর পাঁচটি মূল মূল দিক -
০১ঃ প্রথমে মৃত্যুকে জীবনের একটি অবধারিত সত্য হিসেবে মেনে
০২ ইসলামিক দৃষ্টিভঙ্গিঃ কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর উদ্দেশ্য ও পরকালীন জীবনের ব্যাখ্যা।
০৩ প্রস্তুতিঃ নেক আমল। তাওবা ও ইখলাসের মাধ্যমে মৃত্যুর জন্য আত্মিকভাবে প্রস্তুত হওয়া।
০৪ঃ ভয় কাটানো ও মৃত্যুকে শুধু ভয় নয় বরং আল্লাহর রহমতের সুসংবাদ হিসেবে দেখা।
০৫ঃ আশাবাদী দৃষ্টি, জান্নাতের প্রত্যাশা ও আল্লাহর মাগফিরাতের উপর বিশ্বাস স্থাপন করা।
শিক্ষণীয় বার্তা। মৃত্যু শেষ নয় বরং নতুন জীবনের সূচনা। এটি ভয়ের নয় বরং আল্লাহর সাথে মিলনের সুযোগ। প্রস্তুত থাকুন। ঈমান ও ভালো কাজে
মৃত্যুই তো আমাদের চিরস্থায়ী
ঘরে পৌঁছে দেবে। এ বই আপনাকে
মৃত্যুকে ইতিবাচকভাবে, বুঝতে ও আত্মস্থ করতে
সহায়তা করবে ইনশাআল্লাহ।
No Comment Yet
0 Reviews
No Comment Yet